জকিগঞ্জের বারহালে বন্যাদুর্গত মানুষের পাশে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৪, ১০:৩৮:১৩ অপরাহ্ন
জকিগঞ্জের বারহাল ইউনিয়নে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের অর্থায়নে ও বাস্তবায়নে বন্যা দুর্গত মানুষের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
ট্রাষ্টের শুভাকাংখী সাইফুর রহমান অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন৷
চৌধুরী এন্ড লস্কর ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী হাজী জুবের লস্কর বলেন, অসহায় মানুষের জন্য এটি সামান্য উপহার এবং আগামিতে যেকোন প্রয়োজনে এই ট্রাষ্ট অসহায় মানুষের পাশে থাকবে৷—বিজ্ঞপ্তি