সিলেটে বন্যা: ঝুঁকিতে বিদ্যুতের বরইকান্দি সাব-স্টেশন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৪, ১০:৩৯:৫০ অপরাহ্ন
সিলেট অফিস: টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন আগামী এক সপ্তাহ টানা বৃষ্টি ঝরতে পারে। এতে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।
পানি বাড়ার কারণে ২০২২ সালের মতো সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি সাব-স্টেশন আবারও প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বন্যায় সাব স্টেশনটি ক্ষতিগ্রস্ত হলে সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৩-এর নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার গণমাধ্যমকে জানান, উপকেন্দ্রটি ঝুঁকিতে রয়েছে। পানি ওঠার শঙ্কা রয়েছে। তবে এখনও ওঠেনি। আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী সাহায্য করবে।
মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৪টার দিকে সেনাবাহিনীর এক টিম নিয়ে সাব-স্টেশনটি পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, সাব-স্টেশনটি চালু রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে। যাতে পানি না উঠে সেজন্যও কাজ চলছে।
দক্ষিণ সুরমার বরইকান্দি উপ-কেন্দ্রটি সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৩ এর অধীনস্থ। এই উপ-কেন্দ্রের মাধ্যমে সিলেট রেলওয়ে স্টেশন, বরইকান্দি, কামালবাজার, মাসুকগঞ্জ, বিসিক, লালাবাজার, শিববাড়ী ও কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।