সিলেট: পানিতে তলিয়ে গেছে নগরীর অনেক এলাকা, মসজিদে ঈদের নামাজ আদায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৪, ৩:৩৮:৩৪ অপরাহ্ন
সিলেট অফিস: টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের অনেক এলাকা। সোমবার মধ্যরাত থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছে।
প্রবল বর্ষণে রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেকেরই বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। ঈদের দিনে এমন বৃষ্টিতে বিপাকে পড়েছেন মুসল্লিরা তারা ঈদগাহে নামাজ না পড়ে পার্শ্ববর্তী মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।
জানা গেছে, ভারী বর্ষণে সিলেট মহানগরের এয়ারপোর্ট রোড তলিয়ে গেছে। অনেক সড়কে হাটুর উপরে পানি। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন জলাবদ্ধ এলাকাগুলোর মানুষজন। অনেকেই ঈদের জামাতে যেতে পারেননি। কুরবানি কীভাবে করবেন এ নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন মধ্য দুপুর পর্যন্ত।
শাহজালাল উপশহর পুরোটাই পানির নিচে। অনেকের বাসার নিচতলায় গলা পর্যন্ত পানি। এছাড়া শিবগঞ্জ, রায়নগর, সোবহানীঘাট, কালিঘাট, কামালগড়, মাছিমপুর, তালতলা, কাজিরবাজার, মাদিনা মার্কেট, আখালিয়াসহ নগরের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।