কুরবানির ঈদ, সবাইকে শুভেচ্ছা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৪, ৪:৫৩:৩১ অপরাহ্ন
হযরত ইব্রাহিম আ: এর আল্লাহপ্রেমের সর্বাত্মক নিবেদন ছিল এ কুরবানি সংস্কৃতির উৎস। সেই থেকে এ ত্যাগের উৎসবের দিনটি মুসলিম বিশ্বে আসে। এই ঈদ এ বার্তা নিয়ে আসে যে পরম করুণাময়ের ভালবাসা একমাত্র সর্বোত্তম অবলম্বন। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ্ব মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত ৩ দিন ধরে কুরবানির ঈদ চালু থাকে। গতকাল ১৬ জুন সৌদি আরব যুক্তরাজ্য যুক্তরাস্ট্র, ইউরোপ ও কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। প্রবৃত্তির দাসত্ব, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষা নিয়ে আবারও এসেছে কোরবানির ঈদ। মহান আত্মত্যাগ, আত্মসমর্পণ এবং নিজেকে উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ।
কেন ত্যাগ—কেন কুরবানি? এর পরিস্কার উত্তর— ত্যাগের পরাকাষ্ঠা মানুষকে অনুপ্রাণীত করতে পারে। সেই অনুপ্রেরণার বার্তা নিয়ে ঈদ আমাদের মাঝে হাজির হয়েছে।
অনুপমনিউজটুয়েন্টিফোর-র পক্ষ থেকে সকল পাঠক-পাঠিকা, বিজ্ঞাপনদাতা, জেলা-উপজেলা, বিভিন্ন দেশের সংবাদদাতা ও দেশ বিদেশের সকল শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।
সম্পাদক