ছোটদের বায়োস্কোপ: মুক্তি পেয়েছে মিউর আরেকটি নতুন এ্যালবাম(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৪, ১২:৩৮:৪৪ অপরাহ্ন
সিলেট অফিস: পবিত্র ইদুল আজহার দিনে আজ ১৭ জুন সকাল দশটায় মিউয়ের ইউটিউব চ্যনেলে মুক্তি পেয়েছে আরেকটি সংকলিত গানের এলবাম।
সবকটা গানের কথা ও সুর করেছেন সুফি সুফিয়ান। মিউজিক করেছেন কৌশল দাস বিজন এবং সুদীপ চক্রবর্তী।
প্যাঁক প্যাঁক হাঁসের ছানা ও টিকটকির গান গেয়েছেন আদ্রিতা। মৌমাছি গেয়েছেন সুস্মিতা। টুনটুনি টুনটুনি গেয়েছেন দেবজানী কথা। এই দেশ আমার গেয়েছেন প্রভা দেব।
প্রতিটি গানই শিশুদের মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে দেশপ্রেম ও পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করবে। প্যাঁক প্যাঁক হাঁসের ছানা গানটিতে হাঁসের ছানার উদ্দেশে হলেও মনে হবে নৈতিকতা শিক্ষা দিচ্ছে। যেমন — আম্মু হাসে ঘরে পড়ান / আব্বু পড়ান মাঠে / স্বরবর্ণের বই নিয়ে / বসতে হয় যে পাঠে।/ লেখা পড়া শিখলে নাকি / ইগল দেয় না হানা।
টিকটিকি গানে সত্যবাদী হবার প্রেরণা দেওয়া হয়। যেমন — আমিও যে সত্য বলি / সত্য পথে ঠিক ঠিক চলি / মিথ্যা কিছু লাগাই না যে আমি আমার অঙ্গে। / টিকটিকি ঠিক টিক টিক করো ঘড়ির কাটার সঙ্গে।
টুনটুনি গানে সুরের প্রতি মায়াবোধ জন্মানোর কথা বলা হয়। যেমন — সা রে গা মা র বই দেব ভেঙ্গে ফেলো আড়ি / সুন্দর একটা সুর শিখাবে যেয়ো কোকিল বাড়ি।
মৌমাছি গানটি দেশপ্রেম ও কাজের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করে। সমান সমান ভাগ করে খায় সমান সমান কাজ / দলবেঁধে যায় ফুলের বনে কেউ করে না লাগ।
কিংবা
এসো আজ তাদের কাছে শিক্ষা নিয়ে বাঁচি/ দেশটা আমার মৌচাক হলে আমরা মৌমাছি ।
এই দেশ আমার গানটি শিশু মনে দেশ প্রেম জাগানিয়া সুর ও কথায় সাজানো। যেমন বলা হয় — মায়ের হাসি যতটা ভালোবাসি দেশকে বাসি তার সমান সমান। / এই দেশ আমার মাটি আমার আমরা দেশেরই সন্তান।
কিংবা
আমরা সাজাবো আমাদের দেশটা আমাদের মতো
ফুল পাখিদের সুখের দোলায় থাকবো মেতে অবিরত
উল্লেখ্য, মিউ ছোটোদের বায়োস্কোপ শিশুদের গান ও কার্টুনের মাধ্যমে আচার ব্যবহার নৈতিকতা শিক্ষা দেবার জন্য তৈরি করেছেন সুফি সুফিয়ান। ইতোমধ্যে মিউয়ের বেশ কয়েকটি গান ব্যাপক পরিচিতি পেয়েছে ছোটদের কাছে। নতুন এ্যালবামের লিংক ↓↓