ইউরোর প্রথম গোল করলেন জার্মানির ফ্লোরিয়ান উইর্টজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৪, ১০:১৮:৩০ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক: আলিয়াঞ্জ এ্যারেনায় এবারের উয়েফা ইউরোর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জার্মানির মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড শুক্রবার। ম্যাচের ১০ মিনিটেই উইর্টজের গোলে লিড পেয়েছে জার্মানি।
মিউনিখে আসরের প্রথম ম্যাচের শুরুতেই আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে জার্মানি। ম্যাচের ১০ মিনিটের মাথায় কিমিখের পাস থেকে বল পান ফ্লোরিয়ান উইর্টজ। ডি বক্সের বাইরে থেকে জোরালো এক শটে স্কটল্যান্ডের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি।
উল্লেখ্য, এটি উইর্টজের ক্যারিয়ারে দ্বিতীয় আন্তর্জাতিক গোল। সবশেষ মৌসুমে বুন্দেসলিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ফ্লোরিয়ান উইর্টজ।