‘দেশ-বিদেশ মোহাম্মদপুর গ্রুপ’র অর্থায়নে বিশ্বনাথে ঘর নির্মাণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৪, ৩:৩৭:২০ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ‘দেশ-বিদেশ মোহাম্মদপুর গ্রুপ’র অর্থায়নে নির্মাণ করা হয়েছে উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের এলাকাস্থ মোহাম্মদপুর গ্রামের আবুল কালামের বসতঘর। নির্মাণ কাজ শেষে বৃহস্পতিবার (১৩ জুন) আবুল কালামের হাতে আনুষ্ঠানিকভাবে সংগঠনের পক্ষ থেকে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এলাকাবাসির সহযোগীতায় এমন ঘর পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি উপকারভোগী আবুল কালাম।
সংগঠনের স্থানীয় কমিটির সভাপতি আসাদুজামান নূর আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেল আলীর পরিচালনায় অনুষ্ঠিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘দেশ-বিদেশ মোহাম্মদপুর গ্রুপ ইউকে’র সভাপতি হাবিল আলী।
বক্তব্য রাখেন ‘দেশ-বিদেশ মোহাম্মদপুর গ্রুপ’র স্থানীয় কমিটির সহ সভাপতি শহিদুল ইসলাম সেলিম, সেলিম মিয়া, যুগ্ম সম্পাদক সায়েম আহমদ, অর্থ সম্পাদক নেছার আহমদ।
এসময় গ্রুপের সদস্য ফ্রান্স প্রবাসী রাজু মিয়া, স্থানীয় কমিটির প্রচার সম্পাদক রাজন আলী প্রমুখ’সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।