যুক্তরাজ্য: বিবিসিসিআইতে প্রেসিডেন্ট পদে নির্বাচন, বাকীরা বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৪, ১:৫০:৪১ অপরাহ্ন
ইব্রাহিম খলিল : যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বিবিসিসিআই’র নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ইস্ট লন্ডনে সংগঠনের বোর্ডরুমে গত ১১ জুন মঙ্গলবার নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
মোট ১৩টি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও মাত্র একটি পদে ভোট হবে। সেটি হচ্ছে প্রেসিডেন্ট পদ। এই পদে দুজন প্রার্থী হলেন, মুহিব উদ্দিন চৌধুরী ও মুহাম্মদ রফিক মিয়া।
আরো পড়ুন ⤵️
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাহী কমিটির সভা সম্পন্ন
প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন, ভাইস প্রেসিডেন্ট পদে আবুল হায়াত নুরুজ্জামান ও কুঠি মিয়া, ডাইরেক্টর জেনারেল পদে দেওয়ান মাহদী এবং ডেপুটি ডাইরেক্টর জেনারেল পদে ইমদাদ আহমেদ, ফাইনান্স ডাইরেক্টর পদে হেলাল উদ্দিন খান, লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মুহাম্মদ মনির আহমেদ, ইন্টারন্যাশনাল এফেয়ার্স ডাইরেক্টর মঈন উদ্দিন, মেম্বারশীপ ডাইরেক্টর আব্দুল মুমিন, কমিউনিটি এফেয়ার্স ডাইরেক্টর আহমেদ হাসান এবং প্রেস এন্ড পাবলিসিটি ডাইরেক্টর পদে মিজবাহ আহমেদ বিএস চৌধুরী।
এছাড়া নমিনেশন জমা পড়েনি দুটি পদে। পদ দুটি হলো নর্থইস্ট রিজিওনাল প্রেসিডেন্ট এবং নর্থ ওয়েস্ট রিজিওনাল প্রেসিডেন্ট।
চেম্বারের ১৩টি পদে জমজমাট নির্বাচন হওয়ার কথা থাকলেও পুরো নির্বাচনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে প্রেসিডেন্ট পদ।
আগামী ২০ জুন ইউকেবিবিসিআই’র বোর্ড রুমে অনুষ্ঠিত হবে নির্বাচন। তাতে ৩৫ জন ডাইরেক্টর ভোট দিয়ে নির্বাচিত করবেন প্রেস্টিজিয়াস এই সংগঠনের আগামী দিনের কান্ডারীকে।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইমিগ্রেশন জাজ বেলায়েত হোসাইন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের ও ব্যারিস্টার খালেদ নূর।
আরো পড়ুন ⤵️
নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন