ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৪, ১২:৫১:৩৮ অপরাহ্ন
লন্ডন অফিস: ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা ১০ জুন সন্ধ্যা ৮টায় পূর্ব লন্ডনের গ্রান্ড রসই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজামের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য দেলওয়ার হোসেন এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির।
সভার শুরুতে সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম সবাইকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় কার্যকরী কমিটি কর্তৃক গৃহীত সকল পরিকল্পনা সফল হবে ইনশাআল্লাহ।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির বাস্তবায়ন করার লক্ষ্যে কিছু পরিকল্পনা উপস্থাপন করেন।
অত্যন্ত মনোহর পরিবেশে কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্যর যুক্তি উপস্থাপন শেষে পরিকল্পনা বাস্তবায়নের জন্য গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন সহ সভাপতি ইয়ামীম দিদার, দেলওয়ার আহমদ শাহান, মোঃ সেলিম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ, সহকারী ট্রেজারার ছাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, মেম্বারশিপ সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মামুনুর রশীদ খান, আবজল হোসেন, খালেদ আজিমউদ্দিন জামাল, ইকবাল আহমদ চৌধুরী, আমিন উদ্দিন, জুবায়ের সিদ্দিকী, কামরুজ্জামান কামরান, টিপু রহমান, আজিজুর রহমান, মামুন আহমদ, জাবেদ আহমদ, মোঃ আবু সাঈদ রাজীব।
দীর্ঘ আলোচনার পরে সভায় যেসকল সিদ্ধান্ত গৃহিত হয়—
১.জুলাই মাসে নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ঈদ পূনর্মিলনী অনুষ্টান আয়োজন সকল সম্মানিত ট্রাস্টিবৃন্দকে নিয়ে।
২.সেপ্টেম্বর মাসে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে ফুটবল টুর্নামেন্ট।
৩.অক্টোবর মাসে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে শিক্ষা সফরের আয়োজন করা সকল সম্মানিত ট্রাস্টিবৃন্দকে নিয়ে।
সভায় আরো আলোচনা করা হয় ঢাকাদক্ষিণ এবং বৃটেনে ঢাকাদক্ষিণবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে।
পরিশেষে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র জন্মলগ্ন থেকে শুরু করে সকল সম্মানিত ট্রাস্টি যাদের অক্লান্ত পরিশ্রম ও বিভিন্ন রকমের সহযোগিতায় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে বৃটেনে সুপ্রতিষ্ঠিত সংগঠনের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং সংগঠনের অনেক সম্মানিত সদস্য আমাদের মাঝে থেকে চিরবিদায় নিয়েছেন তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করা হয়।

