বাহরাইনে দোয়া ও শোক সভা করেছেন নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৪, ৩:০৪:৫৫ অপরাহ্ন
বাহরাইন থেকে সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী: নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটি বাহরাইনের সহ সভাপতি নজরুল ইসলাম মানিক ও সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মামুনের মাতা এবং সংগঠনের সদস্য আলমগীর হোসেনের পিতার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৯ জুন স্থানীয় সময় রাত ১০ ঘটিকায় রাজধানী মানামায় বাংলাদেশ কার্গো অফিসে সংগঠনের সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় মীর হোসেনের পবিত্র কোরআন তেলোওয়তের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকির হোসেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি হারুন অর রসিদ, গেস্ট অব অনার হিসাবে ছিলেন সহ সভাপতি, নজরুল ইসলাম মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আহছান উল্যাহ মাসুদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন হাসান রিয়াদ, আমিনুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম, মামুন, মনিরুল ইসলাম, মীর হোসেন সুজন, আব্দুল মান্নান, জাকির হোসেন, হেলাল উদ্দিন, শাহ আকরাম, মিরাজ, শওকত বা্বর সুমন, আলমগীর হোসেন, আব্দুল মতিন, নির্বাহী সদস্য আলমগীর, নির্বাহী সদস্য, খোরশেদ আলম, সহ অনেকে।
বক্তারা নিহতদের স্মৃতি চারন করেন এবং বাহরাইনে বসবাসরত নোয়াখালীর সবাইকে ঐক্য হয়ে অসহায় বিপদ গ্রস্হদের পাশে দাঁড়িয়ে আত্ম মানবতার সেবায় কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।