৭ম লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৪, ১১:০৮:৪৩ অপরাহ্ন
মিসবাহ জামাল, লন্ডন: জাঁকজমকপূর্ণ আয়োজনে ৯ জুন পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হলো ৭ম লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার ২০২৪। এদিন দুপুর বারোটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত বিপুল সংখ্যক মানুষের সরব উপস্থিতিতে চলে এই মেলা।
প্রতিবারের মতো এবারও বিভিন্ন স্টলে বেশ কয়েকটি স্বনামধন্য দেশি-বিদেশি বিয়ে-শাদীর বিভিন্ন সরঞ্জামাদি দেখা গেছে। প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান তাদের বাবসা প্রসারে দর্শক শ্রোতা, অংশগ্রহণকারীদের জন্য তাদের বিজনেস প্রমোট করে।
আরো পড়ুন
শেষ হলো রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ওয়েডিং ফেয়ারের চিফ এক্সিকিউটিভ সোহানা আহমেদ ও মানেজিং ডিরেক্টর চ্যানেল এস সিনিয়র প্রডিউসার আহাদ আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, নিউহাম কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার রহিমা রহমান।
এছাড়াও গ্রেটার লন্ডন সহ অনান্য বরা কাউন্সিলের মেয়র, কাউন্সিলার সহ কমিউনিটি নেতৃবৃন্দ, বাবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক বাক্তিত্বরা দিনব্যাপী ওয়েডিং ফেয়ার উপভোগ করেন।
অতিথিদের মধ্য থেকে অনেকেই বক্তব্য রাখেন। তারা বলেন এই ফেয়ার নতুন প্রজন্মের জন্যে উপযোগী পদক্ষেপ। এই উদ্যোগকে সফল করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানে আগত অতিথিরা।
অতিথিদের মাঝে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু জেপি, বাংলাদেশ কাটারার্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ওলি খান এমবিই, ডেপুটি সেক্রেটারি জেনারেল কাউন্সিলার মুজিবুর রহমান ঝুনু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইছির মাহমুদ, ব্রিটিশ বাংলাদেশ কাটারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট তফাজ্জল মিয়া, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর পরিচালক ও অনুপম মিডিয়ার স্পেশাল কন্ট্রিবিউটর মিছবাহ জামাল, বিবিসিএর সাবেক প্রেসিডেন্ট শামসুল ইসলাম সেলিম, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হোসেন ও ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ, জনমত মানেজিং ডিরেক্টর আমিরুল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল লেইছ ও রাজনীতিবিদ আবুল মনসুর লিলু।
অনুষ্ঠানে শেষ পর্বে ছিল জমকালো লোকেশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফ্যাশন শোতে বেশ কিছু মডেল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা অংশ নেন।