লন্ডন মেয়রের ফান্ডিংয়ে ইস্টহ্যান্ডসের ফুটবল, বেডমিন্টন ও সামার ট্রিপ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৪, ১১:৩৬:২৮ অপরাহ্ন
লন্ডন অফিস: আন্তর্জাতিক দাতব্য সংস্থা ইস্টহ্যান্ডস পূর্ব লন্ডনের ৯ থেকে ১৯ বছরের কিশোর-কিশোরীদের জন্য ফুটবল ও ব্যাডমিন্টন প্রজেক্ট শুরু করেছে। প্রতি শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বেথনালগ্রীনের মিথ ক্রিসেন্ট পার্কে ফ্রি ফুটবল সেশন করানো হয়। ফুটবল প্রজেক্ট কোর্ডিনেটর আহাদ চৌধুরী বাবু এই সেশন পরিচালনা করেন।
একই দিন বিকাল ৫.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত কমার্শিয়াল রোড লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে চলে ফ্রি বেডমিন্টন সেশন। এই সেশন পরিচালনা করেন সোহান খান।
এছাড়া ৯ থেকে ১৯ বছরের বাচ্চাদের জন্য সামার ট্রিপ পরিচালনা করারও পরিকল্পনা নেয়া হয়েছে। বাচ্চাদের নিয়ে তাদের পরিবার বর্নমাউথ সি বিচে যাওয়ার জন্য ইস্টহ্যান্ডস আয়োজন করছে।
ইস্টহ্যান্ডস চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, লন্ডন মেয়রের গো লন্ডন প্রজেক্টের আওতায় মূলত দুই বছরব্যাপী এই প্রজেক্ট চলবে। কিশোর ও তরুনদের শারিরিক এবং মানসিক বিকাশের জন্য আমাদের ফুটবল, বেডমিন্টন ও সামার ট্রিপ চলবে।