সিলেট লেখক ফোরামের সভাপতি নাজমুল ইসলাম মকবুলের ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৪, ৩:৪৯:৪৪ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেট লেখক ফোরামের সভাপতি, কবি, ও সাংবাদিক, বিশ্বনাথের কৃতি সন্তান নাজমুল ইসলাম মকবুল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ সময় আজ ৬ জুন সকাল ৮টা ১৫ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাজমুল ইসলাম মকবুলের জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৭৭। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে কবি তিনটি গ্রন্থ। লেখকের নিজের লেখা ও সুর করা একক সঙ্গীতের অ্যালবামও বের হয়েছে বারোটি।
সম্পাদনা করেছেন অনেক স্মারক ম্যাগাজিন ও পত্রপত্রিকা। সঙ্গীত লিখেছেন হাজারেরও অধিক। এসবের প্রকাশনা উৎসব হয়েছে বাংলাদেশ ছাড়াও লন্ডন, সৌদি, আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে। প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি কবিতা, ছড়া, প্রবন্ধ ও পূঁথিগ্রন্থ এবং অ্যালবাম।
অনুপম নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক ও প্রকাশক মুহিব উদ্দিন চৌধুরী লেখক, কবি, সাংবাদিক ও সমাজকর্মী নাজমুল ইসলাম মকবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।