মিউয়ের তেত্রিশতম গান রিলিজ হলো(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৪, ৯:১৮:৫০ অপরাহ্ন
সিলেট অফিস: মিউয়ের তেত্রিশতম গান রিলিজ হলো গতকাল ৫ জুন। সৃজনশীল গীতিকার, লেখক ও নাগরী-র প্রকাশক সুফি সুফিয়ানের কথা ও সুরে ‘সাত দিনে সপ্তাহ’ গানটি গেয়েছেন শিশুশিল্পী অংকিতা। মিউজিক করেছেন সুদীপ চক্রবর্তী। সোনামণিদের বাংলা দিন, মাস বছর শিখানোর জন্য এই ছড়াগানটি দারুণ কার্যকরী হবে। গানের সঙ্গে অ্যানিমেশন করেছে মিউ টিম।
উল্লেখ্য, মিউ ছোটদের বায়োস্কোপ শিশুদের জন্য শিক্ষামূলক একটি চ্যানেল। মৌলিক ছড়াগান আর টুডি কার্টুন দিয়ে সাজনো। এর প্রতিটি গান শিশুমনে আনন্দ দেয়। গানে গানে শিশুদের নৈতিক আচার-আচরণের শিক্ষা দেওয়াই এ-চ্যানেলের উদ্দেশ্য। মিউয়ের অন্যান্য গান শিশুদের কাছে ব্যাপক জনপ্রিয়।
সুফি সুফিয়ানের লেখা কিশোরউপযোগী গানগুলো করছে গীতবিতান বাংলাদেশ। গীতিকার সুফি সুফিয়ান জানালেন ‘নাগরী’ থেকে এবার তার এক হাজার গান নিয়ে বই বের হবে।
গানের লিংক—