লণ্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আব্দুল নুর আর নেই : ৬ জুন জানাযা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৪, ৯:১৯:২৫ অপরাহ্ন
লন্ডন অফিস: ১৯৭৮ সালে পূর্ব লণ্ডনে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আব্দুল নুর ( নুর মিয়া) আর নেই।
গত ১লা জুন শনিবার তিনি স্পিটালফিল্ড এণ্ড বাংলা টাউন ওয়ারডের আলবার্ট কটেজের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৬ জন ছেলে মেয়ে ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
আগামীকাল ৬ জুন বৃহস্পতিবার জোহরের নামাজের পর ( ১-৩০মিঃ জামাত) মরহুমের নামাজে জানাযা ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মসজিদে লাশ দেখা যাবে। জানাযার নামাজ শেষে গার্ডেন অব পিসে লাশ দাফন করা হবে।
আরো পড়ুন ⤵️
কবি আলিফ উদ্দিন ও কবি নাজমুল ইসলাম মকবুলের রোগ মুক্তি কামনায় রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের দোয়া মাহফিল
মরহুম আব্দুল নুর ১৯৭৮ সালে বাংলাদেশী যুব সংগঠণ বি ওয়াই এম এর সাথে জড়িত ছিলেন এবং বর্নবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। মরহুমের বাংলাদেশের বাড়ি হচ্ছে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নিহালের নোয়াগাঁও গ্রামে।
মরহুম আব্দুন নুরের মৃত্যুতে ১৯৭৮ সালে বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও নেতা রাজন উদ্দিন জালাল, সিরাজুল জুল হক সিরাজ, আকিকুর রহমান, রফিক উল্লাহ, এ কে আজাদ কনর,সৈয়দ মিজান, কে এম আবুতাহের চৌধুরী, আখলাকুর রহমান, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, কাউন্সিলার সুলুক আহমদ, কাউন্সিলার কবির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করেছেন ।