গুণী মানুষ সৈয়দ মাহবুব ই জামিলকে সংবর্ধনা লন্ডনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৪, ২:০২:০২ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্য সফররত দক্ষিণ সুরমার ধরাধরপুরের (মীরবাড়ি) গুণী মানুষ সৈয়দ মাহবুব ই জামিলকে সংবর্ধনা দেওয়া হয়েছে মোহাম্মদ মুজিব হোসেন, শাহ ইমরান, নিজামুদ্দিনের উদ্যোগে রোববার সন্ধ্যা ৯ টায় লন্ডনের হোয়াইট চাপেল মক্কা গ্রিলে।
এতে আলোচনায় অংশ নেন দক্ষিণ সুরমা এডুকেশন ট্রাস্টের প্রতিনিধি সসর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ মুজিব হোসেন, নর্থলন্ডন আওয়ামী লীগ নেতা শাহ ইমরান হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান আহমদ, জিল্লুর রহমান, গোলাপ মিয়া, মাসুম ট্রাভেলসের স্বত্বাধিকারী তুহিনুর ইসলাম, লন্ডন লেবার পার্টি নেতা শাহিন আহমদ।
উল্লেখ্য, গুণী মানুষ সৈয়দ মাহবুব ই জামিল ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে ফিন্যান্সিয়াল এনালিস্ট (সিনিয়র অফিসার) হিসেবে কর্মজীবনে প্রবেশ করেছিলেন। তিনি ১৯৮৬ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান (১৯৮৪ ব্যাচ) করেন। পরে তিনি উপজেলা ম্যাজিস্ট্রেট ও এন ডি সি হিসেবে দায়িত্ব পালন করেন।
সৈয়দ মাহবুব ই জামিল বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন চৌধুরীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন। তিনি ১৯৯৭-২০০০ সালে পররাষ্ট্র মন্ত্রনালয়ে বিভিন্ন শাখায় দায়িত্ব পালন।
তাছাড়া তাঁর বর্ণাঢ্য জীবনে আরও কৃতিত্ব নিম্নরূপ—
কূটনৈতিক মিশন: ১ম সচিব ও চার্জ দ্যা এফেয়ার্স হিসেবে ব্রাজিল বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন।
২০০২-২০১০: জোট সরকার ক্ষমতায় আসার পর কর্মচ্যুত।
২০১০: চাকুরীতে পুনর্বহাল ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রনালয়।
২০১৩-২০১৮: জাতীয় সংসদ ও বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন এবং অবসর গ্রহণ।