বঙ্গবন্ধু’র ভ্রাতুষ-পত্নীকে যুক্তরাষ্ট্র মিশিগান সিনেটের বিশেষ সন্মাননা প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৪, ৭:০৫:৩৮ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু’র ছোট ভাইয়ের স্ত্রী মরহুমা বেগম রাজিয়া নাছের ডলি কে মার্কিন যুক্তরাষ্ট্র মিশিগান সিনেটের পক্ষ থেকে বিশেষ সন্মাননা সনদ প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ শে মে) সন্ধ্যায় বঙ্গবন্ধু কমিশন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি টিম যুক্তরাষ্ট্র মিশিগানের সিনেটের প্রদত্ত স্পেশাল ট্রিবিউট বিশেষ সন্মাননা সনদ যা বঙ্গবন্ধু’র ভ্রাতুষ-পত্নী মরহুমা বেগম রাজিয়া নাছের ডলি কে প্রদান করেছে।
এসময় মরহুমা রিজিয়া নাছের ডলিকে মহীয়সী রমনী এবং বাংলাদেশ রাষ্টের স্বাধীনতা সংগঠক এবং নারী জাগরনের অগ্রদূত হিসাবে উল্লেখ করা হয়েছে। এই বিশেষ সন্মাননা ট্রিবিউটটি যুক্তরাষ্ট্র মিশিগান সিনেটের রাষ্ট্রীয় অধিবেশনে বিশ্ব নারী দিবসে প্রদান করা হয়। বঙ্গবন্ধু কমিশন যুক্তরাষ্ট্রের চেয়ারম্যানের হাতে সিনেটর পল ওয়াজনো হস্তান্তর করে। ট্রিবিউটটি ১০২তম লেজিসলেটিভ অধিবেশনে উপস্থাপন করা হয়। সনদটি সাক্ষরিত হয়েছে ৭ ই মার্চ ২০২৩।
সনদে বলা হয়, বাংলাদেশের নারী জাগরনের এবং সংগঠকের ভুমিকার জন্য এই সন্মাননা অবিস্মরণীয়। আরো বলা হয় বর্তমান বাংলাদেশের প্রধান মন্ত্রী সহ সকল নারী নেতৃত্বের প্রতি সন্মাননা এক বিশেষ মাইলফলক। মিশিগানের বাংলাদেশী কমিউনিটির দেড় লক্ষাধিক বাংলাদেশী আমেরিকানরা সামাজিক রাজনৈতিক এবং উন্নয়নে বিশেষ ভুমিকা রাখছেন। বঙ্গবন্ধু কমিশন যুক্তরাষ্ট্র এবং বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের যৌথ প্রচেষ্টায় সংশ্লিষ্ট সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং বাংলাদেশ রাষ্টের প্রতিনিধিদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেনেটর পল ওয়াজনো সিনেট সংসদীয় সভায় বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ডক্টর রাব্বী আলম কে শুভেচ্ছাসহ আগামীতে দুই দেশের বন্ধুত্বের হাতকে শক্তিশালী করতে আহ্বান করেন।
খুলনার অভিজাত একটি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু কমিশন যুক্তরাষ্ট্রের মিট গ্রিরিট এবং রিশিপশনের আয়োজন করেন। উক্ত অনুষ্টানে বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ডক্টর রাব্বী আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন কমিশনের আন্তর্জাতিক সম্পাদক বর্তমান স্পেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রিজবী আলম কেজভী। সভা যৌথ ভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ কমিশনার এম ডি আল মাসুম খান ও আবুল কালাম আজাদ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিশনের চিকিৎসক প্রতিনিধি এবং ঝিনাইদাহ বি এম এ’র বর্তমান সভাপতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক পরিচালক ডাঃ মুন্সী মোঃ রেজা সেকোন্দার, এম এ কায়উুম মুক্ত, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও কমার্স কলেজের সাবেক জি এস মীর বরকত আলী, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এম ডি ওয়াহিদুজ্জামান, রাজা মনিরুজ্জ্মান তসলিম, মোস্তাফিজুর রহমান, মাসুদুর রহমান, শামীম আহসান টুটুল, সৈয়দ জামান, এম ডি মেহেদী হাসান আকাশ, মল্লিক কালাম, সর্দার শামীম বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ, রনি, মাসুম, তৈমুর, বিশিষ্ট শিক্ষক রকিবুল আলম রকি, আলাউদ্দীন আলী, শাহনেওয়াজ, রাজীব, লিপু, সুমন, সাগর প্রমুখ।
বঙ্গবন্ধু কমিশন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কমিশনার এম ডি আল মাসুম খান বলেন, আমরা আল জাজিরা টিভির বিরুদ্ধে মামলা করেছি। আমরা মামলা করেছি ডেভিড বার্গম্যান সহ অন্যান্য কতিপয় পলাতক দেশ বিরোধীদের বিরুদ্ধে বিরুদ্ধে। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলছি আমাদের সভাপতি ডক্টর রাব্বী আলম ভাইয়ের নেতৃত্বে আরও বলেন আমাদের সন্মাননা হিসাবে আমরা যুক্তরাষ্ট্র মিশিগান সিনেট থেকে আমাদের সকলের প্রিয় মরহুমা বেগম রিজিয়া নাছের ডলির জন্য মনোত্তর সন্মাননা এনেছি । আমরা মরহুমার পরিবারের হাতে আমরা এটা শিগ্রই তুলে দিব।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর রাব্বী আলম বলেন, বাংলাদেশ, বাংলাদেশের মান সন্মান, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের বিষয়ে আপোষহীন । তিনি বলেন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রপাগেন্ডার জন্য যুক্তরাষ্ট্রের ছয় জন কংগ্রেসের সদস্য পেরী স্কাট, বেরী মোর, কিথ সেল্ফ, টিম বারস্যাট, ওয়ারেন ডেভিসন এবং বব গুডের বিরুদ্ধে মামলা করেছি । পাশাপাশি আমরা আমাদের পরম শ্রদ্ধেয় ভালবাসার মানুষ প্রায়াত রিজিয়া নাছের ডলি চাচীর মরোনোত্বোর সন্মাননা অর্জন করেছি। সন্মাননা অর্জন করেছি মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য নারী নেতৃত্বের জন্য। আমারা চাচীর পরিবারের হাতে খুব শীঘ্রই ট্রিবিউট টি তুলে দিতে চাই।
কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রিজভী আলম রেজভী সভাপতির বক্তব্যে বলেন, আমরা বহিঃবিশ্ব এবং প্রবাসে বাংলাদেশের মানসম্মান কে সমুজ্জ্বল রাখতে বঙ্গবন্ধু কমিশনের ব্যানারে কাজ করছি। আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বৈদেশিক ষড়যন্ত্রের বিরুদ্ধে কাজ করছি এবং ভবিষ্যতে করে যাবো। আমাদের মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে কোন প্রকার চক্রান্ত ষড়যন্ত্র কে আমরা সহ্য করবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে মার্কিন যুক্তরাষ্ট্র , স্পেন সহ ইউরোপে বঙ্গবন্ধু কমিশন আন্তর্জাতিক প্রচার সেলের মাধ্যমে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ভিসা নীতির বিরুদ্ধে আমাদের চেয়ারম্যান ডক্টর রাব্বী আলম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, স্টেট ডিপার্টমেন্ট এবং পররাষ্ট্র মন্ত্রী এন্থনী ব্লিনকেনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামালা করেছেন।
গতকাল সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ পরিবারের সদস্য মরহুমা বেগম রিজিয়া নাছের ডলির সন্তান শেখ সোহেলের হাতে ডক্টর রাব্বী আলম, মোঃ রিজভী আলম এবং এমডি আল মাসুম খান স্পেশাল ট্রিবিউট টি তুলে দেন। এসময় আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন। ডক্টর রাব্বী আলম ট্রিবিউটটি শেখ সোহেলের হাতে তুলে দিলে উপস্থিত সকলে করতারলীর মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। এ সময়ে শেখ সোহেল উপস্থিত সকল কে ধন্যবাদ দেন এবং বঙ্গবন্ধু কমিশনের সকল নেতা কর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।