বিবিসিজিএইচ কর্তৃক শ্রীধরায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৪, ১১:১৯:৫৭ অপরাহ্ন
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (বিবিসিজিএইচ) কর্তৃক বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা এলাকার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩০ মে বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরB ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী বিবিসিজিএইচ-এর ফান্ডরাইজিং ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল শফিক ও তার পরিবারবর্গের সৌজন্যে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক এই ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকমন্ডলী কর্তৃক প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
এই সময় বিয়ানীবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এমাদ আহমেদ, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল-এর অন্যতম ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সামাদ, হাসপাতালের অন্যতম লাইফ মেম্বার আবু কাওসার ও আবু শাফি, স্থানীয় সমাজ সেবজ মাসুক আহমেদ প্রমূখ চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন।
আগত রোগীগণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ পেয়ে ক্যাম্পের আয়োজক ও উদ্যোক্তাগণের জন্য প্রাণভরে দোয়া করেন।—বিজ্ঞপ্তি