গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র বোর্ড অফ ডাইরেক্টর ও ইসি কমিটির যৌথ সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৪, ৮:৩৫:৩৭ অপরাহ্ন
লন্ডন অফিস: গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র বোর্ড অফ ডাইরেক্টর ও ইসি কমিটির যৌথ সভা ২৮ মে মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র সহ সভাপতি মাওলানা শওকত আলী।
সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে ১৩ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সভায় আগামী ১৪ জুলাই গোলাপগঞ্জবাসীদের নিয়ে সমুদ্র ভ্রমণের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও গোলাপগঞ্জ উৎসব ২০২৪ এ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং নতুন প্রজন্মকে গোলাপগঞ্জের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে ফুটবল টুর্নামেন্টসহ বিজয় দিবস ২০২৪ উদযাপনের সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মাও. শওকত আলী, ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, সহ কোষাধ্যক্ষ কামরুজ্জামান চাকলাদার,সাংগঠনিক সম্পাদক মাকসুদ চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আলম চৌধুরী, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, ইসি সদস্য তমিজুর রহমান রঞ্জু, আজিজুস সামাদ, আব্দুল আহাদ কয়েছ, শাহীন আহমেদ ,মকসুস জোয়ারদার, মিছবাহ মাছুম, বোর্ড অফ ডাইরেক্টরস কমিটির সদস্য আব্দুল আজিজ ফারুক, আব্দুর রহিম, রফি চৌধুরী শিবা প্রমুখ।
২০২৪-২৫ সালের জন্য সম্মানিত উপদেষ্টা নির্বাচিত হলেন মোহাম্মদ লোকমান উদ্দিন, ফারুক আলী, আবু তাহের, সেলিম আহমেদ খান, সেলিম উদ্দিন চাকলাদার, দেওয়ান নজরুল, এনামুল হক নেপা, রেজাউল ইসলাম ছোটন, আব্দুল বারী নাছির, আমিনুল হক জিলু, কাদির হোসেন বাবুল, ব্যারিস্টার এনামুল হক, শফি মোহাম্মদ আব্দুর রউফ।