জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৪, ৩:১৫:০৪ অপরাহ্ন
সভাপতি: মোহাম্মদ কায়েছ আহমেদ, সাধারণ সম্পাদক: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক: লিমন আহমেদ।
সুকান্ত দেব, বাহরাইন: জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) বাহরাইনের অদূরে জুফের শহরের স্থানীয় চার তারকা হোটেল আল মনজিলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ রজব আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মো. জসিম উদ্দিন, মো. আরিফ, ছানু মিয়া, চিকন আহমেদ, ওলি উদ্দিন শামিম, বিষ্ণুপদ দেব, টিপু সুলতান, কালা মিয়া চৌধুরী, সাহেদ আহমেদ ওলিউর রহমান, শওকত মিয়া সুলতান আহমেদ, শাহ আলম, এম শামিম, রানা, মোহাম্মদ সুমন, আজমল আহমেদ সবুজ মিয়া, শাবলু মিয়াসহ অনেকে।
অনুষ্ঠানে সর্বসম্মতিতে আগামী দুই বছরের জন্য মোহাম্মদ কায়েছ আহমেদকে পুনরায় সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং লিমন আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শেষে বাহরাইনে অবস্থানরত প্রবাসীসহ দেশ-বিদেশের সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।