কার্ডিফ জালালিয়া মসজিদের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৪, ৯:৪০:৪৪ অপরাহ্ন
লিলু মিয়া চেয়ারম্যান ও মুহিবুর ইসলাম সাধারণ সম্পাদক
লন্ডন অফিস: বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের প্রাণকেন্দ্রের জালালিয়া মসজিদ ও ইসলামী এডুকেশন সেন্টারের বার্ষিক সাধারণ সভা ১৯ মে রোববার অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে লিলু মিয়াকে চেয়ারম্যান ও মুহিবুর ইসলাম (মায়া)কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৮ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কমিউনিটির বিশিষ্ট মুরব্বি সিরাজ আলী, কাপ্তান মিয়া ও আলহাজ আলী।
কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন: ভাইস-চেয়ারম্যান ইউসুফ খান জিম্মি, জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান, ট্রেজারার সুমন আলী, জয়েন্ট ট্রেজারার খলিলুর রহমান, নির্বাহী সদস্য তৈফুল ইসলাম, মুসলিম আলী, ইকবাল আহমদ, সৈয়দ আশরাফ আলী, আব্দুল মালিক, আলমগীর আলম,কয়েস খান, ফয়েজ মিয়া, আব্দুল শাহিন, আব্দুল কুদ্দুস, আফজাল খান মিতু, এ ডব্লিউ খান পারভেজ।