বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে ওসি সাথে নিসচা’র মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৪, ১২:১৯:১৩ অপরাহ্ন
আশফাক আহমেদ,বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী’র ঘোষণার আলোকে ‘নো হেলমেট নো ফুয়েল’ এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী’র সাথে মতবিনিময় করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
বৃহস্পতিবার বড়লেখা থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিসচা নেতৃবৃন্দরা বলেন, বড়লেখা উপজেলায় প্রতিনিয়ত মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। এ ধরণের দুর্ঘটনারোধে অতিরিক্ত গতি ও মোটরসাইকেল চালকদের হেলমেট পরিহিত অবস্থায় না থাকলে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যেন জ্বালানি তেল বিক্রি করতে বিরত থাকে সে বিষয়ে জোর দাবি জানিয়েছেন। গত ১৫ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ‘নো হেলমেট নো ফুয়েল’ এই ঘোষণার যেন যথাযথ আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়।
এসময় ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনারোধে
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং নিসচা’র নেতৃবৃন্দকে সাথে নিয়ে অতি শীঘ্রই সড়ক দুর্ঘটনারোধে প্রশাসন অভিযান পরিচালনা করবে। তিনি নিসচা’র বিভিন্ন কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন এবং দেশ সেরা সংগঠনে ভূষিত হওয়ায় নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মো. জমির উদ্দিন, এহসান আহমদ ও সাদিকুর রহমান প্রমুখ।
মতবিনিময় পরবর্তী সময়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীকে নিসচার পক্ষ থেকে লগো সম্বলিত মগ উপহার প্রদানের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানানো হয়।