চেস্টার সিটির ডেপুটি মেয়র হলেন বিশ্বনাথের শিরিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৪, ২:২০:০৬ অপরাহ্ন
বাবা ও চাচার সঙ্গে চেস্টারের ডেপুটি মেয়র শিরিন
লন্ডন অফিস: যুক্তরাজ্যের চেস্টার সিটির আপটন এলাকার স্থানীয় নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছিলেন বিশ্বনাথের শিরিন আক্তার এক বছর আগে। এবার ওই সিটির ডেপুটি মেয়র পদে শপথ নিলেন তিনি।
বাংলাদেশি বংশোদ্ভূত শিরিন আক্তার বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উল্লাহ ও পারভীন আক্তারের দ্বিতীয় মেয়ে। রোববার চেস্টার সিটির আপটন অফিস হলে শপথবাক্য পাঠ করেন শিরিন। যুক্তরাজ্যে ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় বাঙালি কমিউনিটির পাশাপাশি নিজ গ্রাম উত্তর ধর্মদার মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা।
এর আগে ২০২৩ সালের ৪ মে সেখানকার স্থানীয় নির্বাচনে লেবার পার্টি থেকে প্রথম বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হন শিরিন আক্তার। শিরিন আক্তারের জন্ম যুক্তরাজ্যে হলেও ছোটবেলায় তিনি বিশ্বনাথ থানার পার্শ্ববর্তী বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’বছর পড়ালেখা করেছেন। পরে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন শিরিন আক্তারের চাচা বাবুল উল্লাহ। তিনি জানান, প্রথম বাংলাদেশি হিসেবে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার এক বছরের মাথায় শিরিন ডেপুটি মেয়র পদে অধিষ্ঠিত হয়েছেন। এতে শুধু তাদের পরিবারেরই সুনাম বাড়ছে না, বহির্বিশ্বে সিলেটসহ বাংলাদেশের সুনাম বেড়েছে।
বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বলেন, এমন সুখবরে তারা সবাই আনন্দিত। শিরিন আক্তার এই গ্রামের সন্তান। তিনি এই এলাকার গর্ব। সোমবার দুপুরে তিনি খবরটি পেয়েছেন।