দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৪, ১০:৪৭:০৬ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যে সফররত দক্ষিণ সুরমার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর সাবেক পরিচালক, পেট্রলপাম্প এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুশিয়ারা কনভেনশন হলের সত্বাধিকারী হুমায়ুন আহমেদের সাথে দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকের এক মতবিনিময় সভা গত ২১শ মে পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহজাহান শিকদার। সাধারণ সম্পাদক এম এ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: আব্দুর রহিম।
উক্ত সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বিবিসিআই এর ডাইরেক্টর জেনারেল আবুল হায়াৎ মো: নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান।
বক্তব্য রাখেন সহ সভাপতি কাজী বাবর উদ্দিন আহমদ, সিদ্দিকুর রহমান জয়নাল, এমদাদুল হক পাভেল।
সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ট্রেজারার ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সেবুল ইসলাম, মো: নিজাম উদ্দিন, সহ ট্রেজারার ইলিয়াছ আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, খলিল খান, মেম্বারশিপ সম্পাদক আলীম উদ্দিন ফয়সল, সদস্য আব্দুর রহিম, শফিক মিয়া, সেবুল মিয়া, আজমল হোসেন, মোহাম্মদ হোসেইন প্রমুখ।