মিশিগান প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ফিরুজ আলীকে যুক্তরাজ্যে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৪, ৭:১৭:০৬ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাষ্ট্রের মিশিগান প্রবাসী বিশিষ্ট ক্রীড়ামোদী সমাজসেবী কমিউনিটি ব্যক্তিত্ব ফিরুজ আলীকে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সংবর্ধনা দিয়েছেন।
আকিকুর রহমান আকিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন আলমগীর। সভা পরিচালনা করেন পারভেজ আহমদ। এতে কুরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট আমিরুল ইসলাম নাজমুল।
বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন আহবায়ক আখলাকুর রহমান লুকু, এডভোকেট সফিক উদ্দিন আহমদ, সৈয়দ এনামুল হক, নজরুল ইসলাম, শাহ আলম শাহিন চৌধুরী, মকসুদ আহমদ, আহমদ আলী,
যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, যুগ্ন আহ্বায়ক শাহজাহান আহমদ, যুগ্ন আহ্বায়ক আনোয়ার আলী, ফয়সাল আহমদ, ইমরান জামান, উবায়দুল হক, নজরুল ইসলাম , আব্দুস শহীদ, রাহুল জাহাঙ্গীর, হাওয়া টিভির সিইও মাহমুদ হাসান, মুজিবুল হক মনি, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের আহবায়ক মোহাম্মদ মুজিব হোসেন, গণদাবী পরিষদের সচিব শাহ ইমরান, শাহান চৌধুরী, শামীম আহমদ, সাদিক আলী প্রমুখ।
সভায় গণদাবী পরিষদের আহ্বায়ক মোঃ মুজিব হোসেন বলেন সিলেট সিটির হোল্ডিং টেক্স ও সিলেট থেকে উৎপাদিত বিদ্যুৎ থেকে সিলেটের শতভাগ চাহিদা পুরনের পর জাতীয় গ্রিডে নেওয়া হোক। তিনি সিলেটে কিশোর গ্যাং এর উৎপাত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
আরো পড়ুন ⤵️
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকের সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত