মিশিগানে অনুষ্ঠিত হল গ্রেট লেকস বাংলা রক ফেস্ট ১.০
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৪, ১:১৯:৪৯ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জমকালো আয়োজনে শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের আয়োজনে ও রিদম অব বাংলাদেশের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রেট লেকস বাংলা রক ফেস্ট ১.০।
জমকালো এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক সংগীতপ্রেমী একত্রিত হোন। একে একে মঞ্চে বাংলা জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন এবং আগতো দর্শককদের মাতিয়ে রাখেন ক্র্যাক অন দি ব্যাক, দি চ্যাপ্টার, মেইলস্ট্রম, টেন এন্ড হাফ মাইলস এবং রিদম অফ বাংলাদেশ।
আয়োজকরা জানান, মিশিগানে এই প্রথমবারের মতো বাংলা রক মিউজিক ফেস্ট আয়োজন করা হয়েছে এবং প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। বিকাল ৫:৩০ মিনিটে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে মধ্যে রাত পর্যন্ত চলে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিত্তিকা সমাদ্দার মমা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কর্ডিনেটর মৃদুল কান্তি সরকার, রিদম অব বাংলাদেশের সাফকাত রহমান আবীর এবং সাফিউল বশির সাফী, সার্বিক সহযোগিতায় ছিলেন রাজর্শী চৌধুরী গৌরব। আয়োজকরা জানান এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে নিয়মিত ভাবে আয়োজন করা হবে এবং এটি মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মাঝে বাংলা সংস্কৃতি এবং সঙ্গীতের প্রতি আগ্রহ ও ভালোবাসা আরও বৃদ্ধি করবে বলে মনে করেন।