মিশিগান কাউন্টি কমিশনার পদে লড়ছেন মোহাম্মদ হাসান ও খাজা শাহাব আহমেদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৪, ১:০১:২৯ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রাইমারি নির্বাচনের কাউন্টি কমিশন পদে দুই বাংলাদেশি-আমেরিকান প্রার্থিতা ঘোষণা করেছেন। মিশিগান ষ্টেটের ওয়েন কাউন্টির ডিস্ট্রিক-থ্রি (৩) থেকে মোহাম্মদ হাসান এবং ম্যাকম্ব কাউন্টির ডিস্ট্রিক-টুয়েলব (১২) থেকে খাজা শাহাব আহমেদ প্রার্থিতা ঘোষণা করেছেন।
গত রবিবার এই উপলক্ষে প্রার্থীদের পক্ষ থেকে ওয়ারেন সিটির স্বাদ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদের প্রার্থিতা ঘোষণা করেন এবং নির্বাচনে বিজয়ী হলে কি কাজ করবেন বিস্তারিত তুলে ধরেন।
মিশিগানে প্রায় ১ লাখের বেশি বাংলাদেশির বসবাস তবে ওয়েন কাউন্টি ও ম্যাকম্ব কাউন্টিতেই বেশি বাংলাদেশি বসবাস করেন।
মিশিগান স্টেটে আগামী ৬ আগস্ট প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং উক্ত প্রার্থীরা যদি প্রাইমারি নির্বাচনে যদি জয়লাভ করতে পারে তাহলে আগামী নভেম্বরের মুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মোহাম্মদ হাসান বিগত নির্বাচনেও একই পদে অংশ নিয়েছিলেন।
এছাড়া মোহাম্মদ হাসান একই নির্বাচনে ডিস্ট্রিক-সেভেন (৭) থেকে স্টেট রিপ্রেজেনটেটিভ পদে রাইট ইন প্রার্থী হয়েছেন। বর্তমানে তিনি হ্যামট্রামিক সিটির কাউন্সিলর এই পদে ৪ বার নির্বাচিত হোন। এছাড়া তিনি হ্যামট্রামিক সিটির মেয়র প্রটেমের দায়িত্ব পালন করেছেন।
এদিকে ম্যাকম্ব কাউন্টির ডিস্ট্রিক-টুয়েলব (১২) থেকে কাউন্টি কমিশন পদে প্রার্থি খাজা শাহাব আহমদ। তিনি গত ২০২২ সালের নির্বাচনে একই পদে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হোন, খাজা শাহাব আহমেদ ডেমোক্রেটিক পার্টির ম্যাকম্ব কাউন্টির এক্সিকিউটিভ মেম্বার এবং ফিজারল্যান্ড বোর্ড অব অ্যাডুকেশন ট্রাস্টি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।