প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লন্ডনে দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৪, ৯:৫৯:৩০ অপরাহ্ন
মিছবাহ জামাল, লন্ডন: ব্রিকলেন জামে মসজিদে জুম্মার নামাজের পর গত শুক্রবার ১৭ মে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মসজিদের খতিব মৌলানা নজরুল ইসলামের পরিচালনায় ও হাফেজ মতিউল হক, হাফেজ সাজ্জাদুর রহমান সহ সকলের উপস্থিতিতে দোয়া মাহফিল পূর্ব আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ।
আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার হিজরত আলী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ জালাল উদ্দীন, সহ সভাপতি হরমুজ আলি, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শ্রম সম্পাদক আনসারুল হক, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিছবাহ, লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক, যুক্তরাজ্য যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, ইলিয়াস মিয়া, আংগুর আলি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, কমিউনিটি বাক্তিত্ব আনসার আহমদ উল্লাহ, আব্দুল হান্নান, ড: মুজিবুর রহমান হাফিজ মোঃ জিলু খান, হাফিজের মারুফ আহমেদ আব্দুর রব, মঈনুল হক সাংবাদিক শাহ বেলাল, স্পেকট্রাম বাংলা রেডিও’র পরিচালক মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের অংগসংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিক রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্হিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ এর জন্য আন্তরিক দোয়া কামনা করে তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়।