হাবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার আসিফ সালেহীন বিশাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৪, ৬:২০:২৯ অপরাহ্ন
মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার আসিফ সালেহীন বিশাল।
মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি তে আগামী এক বছরের জন্য অনুমোদিত কমিটিতে তাকে এ পদ দেওয়া হয়।
আসিফ সালেহীন বিশাল হাবিপ্রবি’র কৃষি অনুষদের ২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে এগ্রিকালচার এক্সটেনশন বিভাগে মাস্টার্স অধ্যয়নরত।
পদ প্রাপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।