সিলেট চেম্বারের ডাইরেক্টর হুমায়ুন আহমেদের সাথে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৪, ১২:৪৫:০৬ অপরাহ্ন
লন্ডন অফিস: দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে উদ্যোগে যুক্তরাজ্যে সফররত দক্ষিণ সুরমার কৃতি সন্তান সিলেট চেম্বার অফ কমার্সের তিন টার্মের ডাইরেক্টর, কুশিয়ারা কনভেনশন স্বত্বাধিকারী হুমায়ূন আহমেদের সাথে মতবিনিময় সভা ১৩ মে সোমবার স্থানীয় আমার গাঁও রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আকিকুর রহমান আকিক। প্রধান অতিথি ছিলেন আ স ম মিসবাহ শাহাদাত। প্রধান বক্তা ছিলেন আহমদ আলী। সংবর্ধনা সভাটি সঞ্চালনায় ছিলেন শাহ ইমরান হোসেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন আখতার হোসেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মুজিব হোসেন, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির ফাউন্ডার চেয়ারম্যান এডভোকেট সফিক উদ্দিন আহমদ। মহিউদ্দিন আলমগীর, আনসার মিয়া, আখলাকুর রহমান লুকু, নাসির উদ্দিন, শাহ আলম, শাহিন চৌধুরী, মকসুদ আহমদ, সাহান চৌধুরী, আবুল হায়াত নূরুজ্জামান।
ইউকে চেম্বার অব কমার্সের সেক্রেটারি ও ডাইরেক্টর এনাম আহমদ, মুজিবুর রহমান। মাহমুদুর রহমান হাওয়া টেলিভিশনের সি ইও। তুহিনুর ইসলাম, সিলেট মাসুম ট্রাভেলস এর স্বত্বাধিকারী, এডভোকেট আমিরুল ইসলাম। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক সম্পাদক আকিক খান, জাহাঙ্গীর।
বক্তারা দক্ষিণ সুরমায় কবরস্থান নির্মাণ ও মোগল বাজারের ডাস্টবিন অন্যত্র হস্তান্তরের দাবি করেন।দক্ষিণ সুরমার বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করা হয়। তাছাড়া যুক্তরাজ্য সফরত হুমায়ূন আহমেদকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধন প্রদানের ব্যাপারে আলোচনা হয়।