ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদরাসার ছাত্রদের কৃতিত্বপূর্ণ সফলতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৪, ১১:৪১:৩৯ অপরাহ্ন
সিলেট অফিস: গতকাল প্রকাশিত চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া হিফজুল কুরআন মাদরাসার শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। পবিত্র কুরআনের হাফেজ হওয়ার শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় ভালো ফলাফল করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার সহযোগী প্রতিষ্ঠান ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া হিফজুল কুরআন মাদরাসার ক’জন শিক্ষার্থী।
তারা এবারের দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসা থেকে এবারের দাখিল পরিক্ষায় ‘বিজ্ঞান’ বিভাগ থেকে ৩ টি জিপিএ-৫ সহ অসামান্য কৃতিত্ব অর্জন করেছেন হাফেজরা। তাদের এই অভূতপূর্ব সাফল্যে মাদরাসাটির শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বেশ আনন্দিত।
দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরা হলেন— হাফেজ ওয়ালিদ হাসান জিপিএ-৫ (গোল্ডেন), হাফেজ কাওছার আহমদ রাহি জিপিএ-৫ (গোল্ডেন), হাফেজ আব্দুল ওয়াহিদ জিপিএ-৫, হাফেজ শাকিল আহমদ জিপিএ-৪.৭২, হিফজের চলমান শিক্ষার্থী জুলকার নাইন জিপিএ-৪.৭২, হাফেজ শাহরিয়ার হাসান জিপিএ-৪.৬৭, হাফেজ আব্দুল কাদির জিপিএ-৪.৪৪, হাফেজ নূর মোহাম্মদ জিপিএ-৪.৪৪, হাফেজ শাহাদাৎ হুসেন জিপিএ-৪.১৯, হাফেজ সাইফুর রহমান জিপিএ-৩.৬৯, হিফজের চলমান শিক্ষার্থী শাহ হুসেন জিপিএ-৩.১০ ও হিফজের চলমান শিক্ষার্থী মারজান আহমদ জিপিএ-২.৮৭।
ছাত্রদের এ সফলতার কারণ জানালেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া হিফজুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আবু সাঈদ মো. সেলিম। তিনি বললেন অনুপম নিউজকে ‘‘আমরা এ মাদ্রাসার শুরু থেকেই দ্বীনি ও জেনারেল শিক্ষার সমন্বয়ের দিকে মনোযোগী। বিশেষত এখন যারা অনার্স মাস্টার্স করে আমাদের মাদ্রাসায় শিক্ষকতা করছেন তারা আমারই ছাত্র—এ মাদ্রাসারই ছাত্র। তারা শিক্ষাদানের ক্ষেত্রে অত্যন্ত নিবেদিত প্রাণ। তাদেরকে দেখে বর্তমান শিক্ষার্থীরা প্রেরণা পাচ্ছে ভাল রেজাল্ট করার। অদূর ভবিষ্যতে আমাদের সফলতা শিখরস্পর্শী হবে ইনশাল্লাহ’’।