যুক্তরাজ্যের নতুন পরিকল্পনা চীন-রাশিয়াকে ঠেকাতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৪, ৮:৪৮:১৮ অপরাহ্ন
লণ্ডন অফিস: যুক্তরাজ্য চীন-রাশিয়াকে ঠেকাতে নতুন পরিকল্পনা করেছে। এই দশকের শেষ নাগাদ তার সশস্ত্র বাহিনীতে নিজেদের তৈরি হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরির পরিকল্পনা করেছে।
দেশটির সংবাদমাধ্যম দ্য সানডে টেলিগ্রাফের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে গত সপ্তাহে, ম্যাক ৫ শব্দের গতির পাঁচগুণ বেশি গতিতে উড়তে সক্ষম একটি অস্ত্র তৈরি করে সামরিক প্রধানরা চীন এবং রাশিয়ায় হুমকি মোকাবিলার পরিকল্পনা করেছেন।
নতুন তৈরি এই ক্ষেপণাস্ত্রের গতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতির সমানও হতে পারে। তবে এই দুই ক্ষেপণাস্ত্রের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ব্যালিস্টিক অস্ত্রগুলোর সাধারণত নির্দিষ্ট পথ থাকে, তবে একটি হাইপারসনিক অস্ত্রের পথটি উৎক্ষেপণের পরে পরিবর্তন করা যেতে পারে। ফলে এটি ধ্বংস করাও বেশ কঠিন হয়ে পড়ে।
ক্ষেপণাস্ত্রটি যুক্তরাজ্য নিজেরাই তৈরি করার এবং ২০৩০ সালের মধ্যে পরিষেবায় প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ভূমি, সমুদ্র বা আকাশ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এই ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিকাশের বিষয়ে বিস্তারিতভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণায়ের মুখপাত্র গ্রান্ট শ্যাপস। কিন্তু তিনি নিশ্চিত করেছেন, যুক্তরাজ্যের সার্বভৌম ক্ষমতা আরও উন্নত ও বিকশিত করতে হাইপারসনিক প্রযুক্তির দিকে মনোনিবেশ করা হচ্ছে। তবে পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের ২ দশমিক ৫ শতাংশ ব্যয় করার প্রতিশ্রুতি দেওয়ার পরপরই এ মিসাইল তৈরির খবরটি আসে। হাইপারসনিক অস্ত্রের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন প্রথম সাড়িতে রয়েছে। কিন্তু উত্তর কোরিয়াও হাইপারসনিক অস্ত্র পরীক্ষা করেছে বলে দাবি করেছে তারা।