যুক্তরাজ্যে দুশ্চিন্তায় অনেক বাংলাদেশী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৪, ৫:০৬:৫৪ অপরাহ্ন
লন্ডন অফিস: সিলেট থেকে বিভিন্ন পেশার অর্ধলক্ষাধিক মানুষ যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছে গত দুবছরে। কেয়ার ভিসা, ট্যুরিস্ট, স্টুডেন্ট, ওয়ার্ক পারমিটসহ বিভিন্নভাবে নানা বয়সী মেধাবী শিক্ষার্থী যুক্তরাজ্যে যাচ্ছেন। অনেক টাকা খরচ করে সেখানে গিয়ে কথায় ও কাজে মিল খুঁজে না পেয়ে হতাশায় পড়েছেন অনেকেই। অন্যদিকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর সরকারি সিদ্ধান্তে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশী বাঙালি কমিউনিটিতে।
দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় যুক্তরাজ্য সেলের বিনিয়োগ বোর্ডের সাবেক কাউন্সিলর পলি রহমান জানান, যারা সম্প্রতি বিভিন্ন ভিসায় যুক্তরাজ্য গিয়েছেন তারা মানবেতর জীবনযাপন করছেন।
২০২০ ও ২০২১ সালে করোনার থাবায় দেশের বিভিন্ন সেক্টরে যখন হতাশা চলছিল, তখনই বিভিন্ন পেশার মানুষ পথ খুঁজে পায় যুক্তরাজ্যে যাওয়ার। করোনার পর সে দেশে নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় ভিসাপ্রাপ্তি সহজ করে দেয়। একইভাবে বিশ্ববিদ্যালয়গুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধিলাভের লক্ষ্যে বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী নেয়া শুরু করে। সেই সুযোগে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ পাড়ি জমান যুক্তরাজ্যে।
ফ্যাকড-ক্যাব সিলেট জোনের সভাপতি মো. ফেরদৌস আলম জানান, বিভিন্ন ভিসায় যুক্তরাজ্যে যাওয়া বাংলাদেশিদের একটি বড় অংশ দ্রুত নাগরিকত্ব পাওয়ার আশায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে থাকেন।
অন্যদিকে, আয়েশা চৌধুরী যুক্তরাজ্যের রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী আয়েশা চৌধুরী মিডিয়াকে বলেছেন, যুক্তরাজ্য তাদের অর্থনৈতিক চাপ কমাতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্যে আসা আশ্রয়প্রার্থীদের মধ্যে ৫ হাজার ৭০০ জনকে এ বছর রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য সরকার। ২৯ এপ্রিল এক আশ্রয়প্রার্থীকে রুয়ান্ডা পাঠানোও হয়েছে। এ অবস্থায় যারা উন্নত জীবনযাপনের আশায় যুক্তরাজ্যে গিয়েছেন বা যাচ্ছেন তাদের আশা গুড়েবালি।
ইতোমধ্যে অভিবাসীদের পাঠানোর লক্ষ্যে ২০২২ সালের এপ্রিলে আফ্রিকার দেশ রোয়ান্ডায় সঙ্গে ২৭২ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে যুক্তরাজ্য। চুক্তির আওতায় পাঁচ বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা।