বড়লেখায় নিসচা’র উদ্যোগে গণপরিবহনে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৪, ৪:০১:২৮ অপরাহ্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন গণপরিবহনে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও স্টিকার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যা ৬ টায় পৌর শহরে বিভিন্ন গণপরিবহনে লিফলেট ও স্টিকার বিতরণকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন, নিরঞ্জন দেব নাথ প্রমুখ।
এসময় সড়কে যানজট নিরসনসহ সচেতনতা মূলক প্রচারাভিযান করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।