৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৪, ৬:২৫:১৩ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: অভিবাসন আইন ভঙ্গ করায় তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। গতকাল (৬ মে) দেশটির ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ৩০ জানুয়ারি এই তিন বাংলাদেশির ছবি দিয়ে অনুরূপ বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিবাসন বিভাগ।
তিন বাংলাদেশিকে ধরিয়ে দিতে মালয়েশিযার সাধারণ জনগণের সহযোগিতা চেয়ে বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মালয়েশিয়ার অভিবাসন আইনের আওতায় আদালতে বিচারের উদ্দেশে এদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চায় কর্তৃপক্ষ। তিন বাংলাদেশি হলেন শরিফুল ইসলাম, শরিফ ও মোহাম্মদ মামুনুর রশিদ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সরাসরি তদন্তকারী অফিসার, ইমিগ্রেশনের সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টিপিপিকে) নূর হাসলিন্দা বিনতি মোঃ প্যাডজিল, এনফোর্সমেন্ট ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার, পুত্রাজায়ার সঙ্গে ০৩-৮৮৮০১৩৩৮/১৩৩০ নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্য বলা হয়েছে।