শাল্লায় টাকা বিতরণকালে সহকারী প্রিজাইডিংসহ আটক ৪, সিলেট সদরে এক ঘণ্টায় একটি ভোটও না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৪, ১:৪৮:২৭ অপরাহ্ন
সিলেট অফিস: সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাচন ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে এক প্রিজাইডিং কর্মকর্তাসহ ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (৮ মে) দিবাগত রাত দুইটার দিকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনি মোহন দাসের পক্ষে টাকা বিতরণের অভিযোগে তাদের আটক করে পুলিশ।
পরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আটকের পর তার জায়গায় রাতেই নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়। আটককৃতরা হলেন শাল্লা উপজেলা নির্বাচনের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অপু চন্দ্র দাশ, শাল্লা ইউপির মোতাব্বির হোসেন, আব্দুস শহীদ ও আব্দুল খালেক।
আটকের বিষয় নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও দিরাই-শাল্লা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। জানান, রাতে টাকা বিতরণের সময় তাদেরকে আটক করে পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন। আটককৃত প্রিজাইডিং কর্মকর্তার জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।
এক ঘণ্টায় একটি ভোটও না
সিলেটের সদর উপজেলার একটি কেন্দ্রে সকাল দশটার পর এক ঘন্টায়ও পড়েনি একটিও ভোট। আর সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৭৮টি, যা মোট ভোটারের মাত্র ২ দশমিক ৯ শতাংশ। ভোটের দিন দুই উপজেলার দুই কেন্দ্র ঘুরে এ তথ্য মিলেছে।