ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ: গাজাবাসীর জন্য আল খায়ের ফাউণ্ডেশনে ৩ হাজার ৬শ’ পাউন্ড হস্তান্তর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৪, ১০:৩৯:৪৪ অপরাহ্ন
লন্ডন অফিস: ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের পক্ষ থেকে গত ২৯ এপ্রিল সোমবার গাজার নির্যাতিত ফিলিস্তিনীদের জন্য আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা আল খায়ের ফাউণ্ডেশনের কাছে ৩ হাজার ৬শ’ পাউণ্ড হস্তান্তর করা হয়েছে।
আল খায়ের ফাউণ্ডেশনের পূর্ব লণ্ডনের ফিল্ডগেইট স্ট্রীটস্থ অফিসে এ অর্থ হস্তান্তর করেন সংগঠনের প্রেসিডেন্ট ড. হাসনাত এম হোসেইন এমবিই, ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ও সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন, একাডেমিক ডাইরেক্টর শায়েখ অধ্যাপক আব্দুল কাদের সালেহ ও মিডিয়া ডাইরেক্টর কে এম আবুতাহের চৌধুরী। আল খায়ের ফাউণ্ডেশনের পক্ষে এ নগদ অর্থ গ্রহণ করেন শায়েখ মাওলানা আব্দুল বাছিত ও ইক্বরা বাংলা টিভির প্রোগ্রাম প্রডিউসার রানা হামিদ।
শায়েখ আব্দুল বাছিত গাজার নির্যাতিত মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ নামক সংগঠনের সকল কর্মকর্তা ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. হাসনাত এম হোসেইন এমবিই সারা বিশ্বব্যাপী বিশেষ করে গাজায় ও রাফায় আল খায়ের ফাউণ্ডেশনের ত্রাণ তৎপরতা ও মহতি কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।