মিশিগানে সেফটি ও এ্যাওয়ারনেস নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৪, ৬:০৩:০২ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: রবিবার দুপুরে মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির UAW এর অডিটোরিয়ামে মিশিগানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সেফটি সিকিউরিটি এ্যাওয়ারনেস নিয়ে এই প্রেস কনফারেন্সটি অনুষ্ঠিত হয়
যৌথ ভাবে প্রেস কনফারেন্সটি আয়োজন করেন আমেরিকান মুসলিম পলিটিক্যাল এ্যাকশান কমিটি (এ্যামপ্যাক) অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) ও মুসলিম ভয়েস ফর গ্লোবাল জাষ্টিস ইউ এস এ।
উক্ত প্রেস কনফারেন্সেটি পরিচালনা করেন এবং লিখিত বক্তব্য তুলে ধরেন এ্যামপ্যাকের চেয়ারম্যান ও কমিউনিটি লিডার ড. মোহাম্মদ রাব্বী আলম।
সাম্প্রতি সময়ে নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছেন উইন রোজারিও নামে ২২ বছর বয়সী বাংলাদেশি যুবক নিউইয়র্কের ওজন পার্কের নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ। এছাড়া গত মাসেই মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটিতে নিজ বাসায় পুলিশের গুলিতে আল হোসেন রাজী নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়। এছাড়া গতমাসেই নিউইয়র্কের বাফেলোতে আবু সালেহ মোহাম্মদ ইউসুফ এবং বাবুল মিয়া দুর্বৃত্তের গুলিতে ২ জনই নিহত হয়।
আয়োজকরা তাদের বক্তব্যে পুলিশের ভুমিকা এবং সাধারণ নাগরিকের অধিকার নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উক্ত প্রেস কনফারেন্সে যুক্তরাষ্ট্রের মেইন ষ্টিমের টিভি চ্যানেলের সাংবাদিকরা সহ উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশী সাংবাদিকরা।
উক্ত প্রেস কনফারেন্সে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামিক সেন্টার অফ নর্থ ডেট্রয়েটের ইমাম এবং ইসলামিক স্কলার লতিফ আজম, মিশিগান আসালের সভাপতি সৈয়দ আলী রেজা, সহ সভাপতি মাহবুব রাব্বি খান, সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল চৌধুরী এছাড়া আরো বক্তব্য রাখেন মুসফিক চৌধুরী, সৈয়দ আহমেদ এমাদ, ভিকটিম আল হোসেন রাজীর বন্ধু সৈয়দ হায়দার ও ইয়াসিন নেওয়াজ, ওয়েন স্টেট ইউনিভার্সিটির বোর্ড অফ গভর্নরস সদস্য ডাঃ অনিল কুমার, মুসলিম ভয়েস ফর গ্লোবাল জাস্টিস এর উপদেষ্টা আবু রাশেদ সুরাজউদ্দেন, মুসলিম ভয়েস ফর গ্লোবাল জাষ্টিস কার্যনির্বাহী সদস্য মো: শাহাব উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শফিউল আজম হারুন ও অপরেশ বড়ুয়া সহ আরো অনেকে। সময় উপযোগী উক্ত প্রেস কনফারেন্স আয়োজনের জন্য আগেতো অতিথিরা আয়োজকদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।