বাংলাদেশি ইসমাইল যুক্তরাজ্যে সর্বপ্রথম কনিষ্ঠ কাউন্সিলর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৪, ১০:৪৫:৫১ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ঘোষিত ফলাফলে মাত্র ১৯ বছর বয়সে স্বতন্ত্র কাউন্সিলর ব্রিটিশ বাংলাদেশি ইসমাইল উদ্দীন নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন।
শুক্রবার (৪ মে) ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা যায়, বড় দুটি রাজনৈতিক দল লেবার কনজারভেটিভসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পেছনে ফেলে ইসমাইল অন্যতম এলাকা ব্রাডফোর্ডের বৌলিং অ্যান্ড বারকারন্ড ওয়ার্ডে নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন—
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন সম্পন্ন
বিজয়ী হওয়ার পর ইসমাইল উদ্দীন বলেন, ব্রিটেনে বয়সে কনিষ্ঠ স্বতন্ত্র কাউন্সিলর নির্বাচিত হতে পেরে আমি ভোটার, তার পরিবার এবং আল্লাহপাকের কাছে কৃতজ্ঞ।