বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২৪, ২:৩৮:৫৪ অপরাহ্ন
মাফিজ খান সভাপতি, গোলজার খান সাধারণ সম্পাদক, আখলাকুর রহমান ট্রেজারার
লন্ডন অফিস: দীর্ঘ প্রতীক্ষার পর ও বিপুল উৎসাহে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-র নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (৫ মে) লন্ডনের ইমপ্রেসন ভ্যানু হলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সর্বোচ্চ সংখ্যক ট্রাস্টিদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে তাহির-আজম-আখলাক প্যালেনের ১০ জন ও মাহফিজ-গুলজার-মনির প্যালেনের ৭ জন জয়লাভ করেছেন। তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ নির্বাচনে ভোট প্রয়োগ করেন সংগঠনের ৫২০ সদস্য। সমগ্র ব্রিটেনজুড়ে রয়েছে মোট সদস্য ৫৫৭। উল্লেখ্য, সাত বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ট্রাস্টের সভাপতি মোঃ মতসির খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিনের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক ও ট্রেজারার ট্রাস্টের বিগত দিনের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন। নির্বাচনে মাফিজ-গুলজার-মনির এবং তাহির-আজম-আখলাকুর নামে দুটি প্যানাল অংশগ্রহণ করে। বিকেল সাড়ে বারোটা থেকে পাঁচটা ত্রিশ পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মানিক মিয়া, জাজ বেলায়েত হোসেন এবং এ কে এম ইয়াহিয়া।
নির্বাচনে মাফিজ খান সভাপতি, গোলজার খান সাধারণ সম্পাদক এবং আখলাকুর রহমান ট্রেজারার নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফলে ২৮৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মাফিজ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ তাহির উল্লাহ পেয়েছেন ২৩৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গোলজার খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজম খান পেয়েছেন ২১৪।
সহসভাপতি পদে চারজন প্রার্থীর মধ্যে দুইজন নির্বাচিত হয়েছেন। মিছবাহ উদ্দিন ৩০৪ ও ফরিদ আহমদ ২৬২ পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ জয়নাল আবেদীন ২১০, ফারুক আলী ২৬১।
সহসাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন ২জন।
আব্দুর রহিম রঞ্জু ৩০৮ এবং কবির মিয়া ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এম আলি মজনু পেয়েছেন ২৫৬ ভোট ও বাবুল হোসেন ২৪৪ভোট।
প্যানেলের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেজারার পদে ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আখলাকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির মিয়া পেয়েছেন ২৫৭ ভোট। জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হয়েছেন হাসিন উজ জামান নূরু ৩২৪ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান পেয়েছেন ১৯৩ ভোট।
প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক পদে ২৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শরিফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানিক মিয়া পেয়েছেন ২২৪ ভোট।
কালচারেল সেক্রেটারি পদে সর্বোচ্চ ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৌলত হোসেইন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান পেয়েছেন ২৩৯ ভোট।
আরো পড়ুন ⤵️
উপজেলা নির্বাচন: ৩ দিন মোটরসাইকেল চলাচল নিষেধ
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ মোট পেয়ে নির্বাচিতরা হলেন যথাক্রমে- আবুল হোসেন মামুন ৩০২, খালিদ খান ২৯১, সিরাজুল ইসলাম ২৭২,নেছার আলী লিলু ২৮৪, আব্দুস সালাম ২৬৮, শেখ মুমশশির আলী ২৬৫, গয়াস মিয়া ২৫৮।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন এম এ গনি ২৪১, মোঃ শামিম আহমেদ ২৩৪, আব্দুল ওয়াদুদ সাহেল ২২৭, শামীম আহমদ ২১৪, মোহাম্মদ আলী ১৯১, কামাল উদ্দিন ১৪৩, সফিক মিয়া ১৪১।
উল্লেখ্য, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ১৯৯৪ সালে বিলাতে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৩০ বছরের পথচলায় এই সংগঠন বিশ্বনাথ উপজেলার পিছিয়েপড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তাদান ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদান করে থাকে। ঐতিহ্যবাহী এ সংগঠনের তহবিলে রয়েছে বর্তমানে ৭,১৭,৯৮,৩৬৯ টাকা। (সাত কোটি সতের লাখ, আটান্নব্বই হাজার, তিন শত, উনসত্তর টাকা)
নির্বাচিত প্যানেল প্রধানরা আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।