গ্রিড লাইনে ত্রুটি, সিলেটের অনেক এলাকায় বিদ্যুৎ নেই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৪, ১০:৩৯:১৬ অপরাহ্ন
সিলেট অফিস: পানি সরবরাহের পাইপলাইনে ময়লা আটকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এ কারণে সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নেই। শনিবার (৪মে) রাত ৮টা থেকে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শাহ পরান এলাকায় বিদ্যুৎ নেই। তবে সিলেট মহানগর ও দক্ষিণ সুরমার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন।
শুক্রবার রাতে ঝড়ের সময় পাইপ দিয়ে ময়লা ঢুকে পড়ে পাওয়ার প্লান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানিয়েছে, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি ইউনিট উৎপাদনে রয়েছে। এর মধ্যে ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন (নর্থ ও সাউথ) এই দুইটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘনা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপলাইন দিয়ে পানি আনতে হয়।
বিদ্যুৎ বিভাগের একটি সূত্র জানিয়েছে, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ১৩২ কেভি গ্রিড লাইন ট্রিপ হয়েছে। তবে রাতের মধ্যেই ধীরে ধীরে সিলেট বিভাগের সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।