রাজনগর: প্রবাসী নেতা হাবিবুর রহমানের বাড়িতে দোয়া ও প্রীতিভোজ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৪, ৭:৫৩:৪২ অপরাহ্ন
সিলেট অফিস: জালালাবাদ এ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, কাতার বিএনপির সহসভাপতি, রাজনগর প্রবাসী কল্যাণ সমিতি কাতারের সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম কাতারের প্রধান উপদেষ্টা মো. হাবিবুর রহমানের উদ্যোগে তাঁর বাড়িতে আজ ৩ মে শুক্রবার এক পারিবারিক দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
জুমআর নামাজের পর রাজনগর উপজেলার চাঁদভাগে তাঁদের বাড়ির মসজিদে দোয়া শেষে বাড়ির প্রাঙ্গনে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে সিলেট রাজনগর ও ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে তাঁদের আত্মীয়-স্বজনসহ এলাকার গণ্যমান্য ও সাধারণ মানুষ শরীক হন।
দেশে ও বিদেশে জনপ্রিয় নেতা মো. হাবিবুর রহমান পারিবারিক এ দোয়া মাহফিল শেষে সকল অতিথিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।