দক্ষিণ সুরমার যুক্তরাজ্যপ্রবাসী নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৪, ৭:২৪:০৪ অপরাহ্ন
লন্ডন অফিস: প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাজ্য প্রবাসী সিলেটের দক্ষিণ সুরমার নেতৃবৃন্দ।
সোমবার ১ মে ওয়েস্ট লন্ডনের স্বনামধন্য দিলসাদ রেস্টুরেন্টে সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ বাংলাদেশ বিমানের দুর্নীতি ও প্রবাসীদের উপর স্বেচ্ছাচারিতা, প্রবাসীদের বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা, জায়গা দখল, হয়রানি ইত্যাদি সম্পর্কে এবং সিলেটের দক্ষিণ সুরমার কিছু দাবি-দাওয়া সম্পর্কেও অবহিত করেন এবং মন্ত্রীকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষাসৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি মরহুম পীর হবিবুর রহমান এর সুযোগ্য সন্তান মনজুর হোসেন, সিলেট মোহনবাগান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি সাউথ সুরমা এসোসিয়েশনের সভাপতি জমিরুল ইসলাম সিরাজ, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের আহবায়ক ও সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ মুজিব হোসেন, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির আহ্বায়ক আকিকুর রহমান আকিক, আক্তার হোসেন, কফিল উদ্দিন, নর্থ লন্ডন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ ইমরান হোসেন, সিলেট পরিবেশ উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি এডভোকেট সফিক উদ্দীন আহমদ, সিলেট মাসুম ট্রাভেলসের স্বত্বাধিকারী তুহিনুর আহমদ, আনোয়ার আলী।
নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া মন্ত্রির নিকট পেশ করলে মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনবেন বলে আশ্বাস প্রদান করেন। মন্ত্রী প্রবাসীদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানান।
প্রবাসী নেতৃবৃন্দ এ সময় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান ।
আরো পড়ুন
ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী