লন্ডনে ছুরি হামলা: আহত কিশোরের মৃত্যু, ছুরিসহ গ্রেপ্তার ১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৪, ৯:০৫:১২ অপরাহ্ন
লন্ডন অফিস: উত্তর-পূর্ব লন্ডনে গতকাল মঙ্গলবারের ছুরি হামলার ঘটনায় আহত এক কিশোর (১৪) মারা গেছে। আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখানে সে মারা যায়।
হামলার ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন পুলিশ সদস্য।
সন্দেহভাজন হামলাকারী হিসেবে ছুরিসহ ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মারা যাওয়া কিশোর ও গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় জানানো হয়নি।
পুলিশ বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাতটার কিছু আগে একটি গাড়ি হেইনল্ট এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে। সেখানে লোকজন ছুরি হামলার শিকার হন বলে খবর পায় পুলিশ।
আরও পড়ুন—
হোয়াইটচ্যাপেল: রুয়াণ্ডা নীতি বাস্তবায়নে পুলিশের ব্যাপক ধরপাকড়
এরপর পুলিশ জানতে পারে, সন্দেহভাজন ব্যক্তি অন্য লোকজন এবং দুই পুলিশ কর্মকর্তার ওপরও হামলা চালান।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহাকারী কমিশনার লুইসা রলফ বলেন, তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তি আগে অপরাধে জড়িত থাকার কোনো তথ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।