ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৪, ২:০১:৩৬ অপরাহ্ন
লন্ডন অফিস: ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশনের উদ্যেগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমি হলে অনুষ্ঠিত হয়।
সোমবার ২৯ এপ্রিল এসোসিয়েশনের কনভেনর কাজী বাবর উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যৌথভাবে মোহাম্মদ আবুল কালাম ও পারভেজ আহমেদ।
সভার শুরুতে মনজুড়ানো নাশিদ পরিবেশন করেন মোহাম্মদ আবুল কালাম।
ব্রিটিশ বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশনের এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাদেক আহমদ সবাইকে স্বাগত জানান এবং মিনিক্যাব ড্রাইভারদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রাধান অতিথি লন্ডনের ডেপুটি মেয়র হাওয়ার্ড ডাওবের মিনিক্যাব ড্রাইভারদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং এই সংক্রান্ত সম্যসার কথা তিনি লন্ডন মেয়র সাদেক খাঁনের সাথে আলোচনা করার কথা উল্লেখ করেন।
আরো পড়ুন
হোয়াইটচ্যাপেল: রুয়াণ্ডা নীতি বাস্তবায়নে পুলিশের ব্যাপক ধরপাকড়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডনের ডেপুটি মেয়র হাওয়ার্ড ডাওবের, জি এল এ মেম্বার উমেশ দেশাই, সাবেক স্পিকার কাউন্সিলার আয়াছ মিয়া, কাউন্সিলার ফয়জুর রহমান, কাউন্সিলার মুজিবুর রহমান, কাউন্সিলর আহমেদুল কবির, মোস্তাক বাবুল, জয়নাল আহমদ খান, মানিকুর রহমান গনি, আতিকুর রহমান লিটন, সিরাজুল ইসলাম সিরাজ, আবিদ হোসেন অপু, ভাইস চেয়ারম্যান বিবিএমডিএ, মো: শাহজাহান কোষাধক্ষ বিবিএমডিএ, আবুতারেক চৌধুরী জয়েন্ট কনভেনর বিবিএমডিএ, মোস্তাক আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক বিবিএমডিএ, আব্দুর রহমান পাবলিক রিলেসন সেক্রেটারি।
কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার ফয়জুল ইসলাম ফয়জুর নুর, নজরুল ইসলাম অকিব।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধ গান পরিবেশন করেন লন্ডনের স্বনামধন্য শিল্পি ময়না মিয়া, সদ্য বাংলাদেশ থেকে আগত শিল্পী বর্ষা। ছাড়াও গান পরিবেশন করেন শিল্পী রানা ও সাজেদা কামাল সেফালী।
পুঁথিপাঠ করেন বাঙালি কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট পুঁথিপাঠক মুজিবুল হক মনি।
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন এসোসিয়েশনের কনভেনর কাজী বাবর উদ্দিন আহমেদ।