জুয়েল আহমদের ঘোড়া মার্কার সমর্থনে যুক্তরাজ্যে দক্ষিণ সুরমা উপজলাবাসীর নির্বাচনী সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৪, ১০:৫২:৫৬ অপরাহ্ন
লন্ডন অফিস: আগামী ৮ মে অনুষ্ঠিতব্য দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী জুয়েল আহমদের সমর্থনে, যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ সুরমা উপজেলবাসীর এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রিকলেনের ‘আমার গাঁও’ রেষ্টুরেন্টে ১ মে বুধবার অনুষ্ঠিত এ সভায় কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ শাহ্ ইমরান হুসেনের সঞ্চালনায় এবং টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পিকার কাউন্সিলর খালিছ উদ্দিন আহমদের সভাপতিত্বে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুয়েল আহমদ।
আরো পড়ুন
এফবিসিসিআই পরিচালকের সাথে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের নেতৃবৃন্দের সাক্ষাৎ
সভায় আরও বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আখলাকুর রহমান, ইসহাকুল হোসেন সুইট, জমিরুল ইসলাম সিরাজ, পীর মঞ্জুর, মোঃ তারু মিয়া, শামীম আহমদ, এডভোকেট শফিক উদ্দিন, মোঃ মুজিব হোসেন, আব্দুল আহাদ, আব্দুস সালাম, আখতার হোসেন, আব্দুল কাদির, আজম আলী, আকিক খান, আতিকুল হক, আল মামুন ফকির, মুহিবুর রহমান, ছাদেক আলী, ফেরদৌস খান, লায়েক আলী, দিপু রহমান, নাঈম আহমেদ, সাইদুল, মুক্তার প্রমুখ।
নির্বাচনী এ সভায় বক্তারা বলেন, জুয়েল আহমদ দক্ষিণ সুরমা উপজেলাবাসীর জন্য অত্যন্ত কর্মঠ এবং উদীয়মান সমাজসেবক। আসন্ন এই নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে তার প্রার্থীতা আমাদের জন্য উচ্ছ্বাসের এবং আস্থার। তিনি তার সুদীর্ঘ সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকান্ডে ইতিমধ্যে দক্ষিণ সুরমা উপজেলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ব্যাক্তিগত জীবনে অত্যন্ত সৎ,সজ্জন এবং অমায়িক ব্যাক্তিত্বের অধিকারী।
দক্ষিণ সুরমা উপজেলাকে স্মার্ট ও আলোকিত উপজেলায় রুপান্তরিত করতে ঘোড়া মার্কার সমর্থনে দেশে-বিদেশে প্রচারণা চলছে। একইসাথে যুক্তরাজ্যে অবস্থানরত দক্ষিণ সুরমা’র সকলের কাছে ঘোড়া প্রতীকের প্রতি সমর্থন সহযোগিতা ও ভোট কামনা করেন।