আকুয়া সাদাকাহ জারিয়াহ ওয়ার্ল্ডওয়াইড হোয়াটসঅ্যাপ গ্রুপের সভা সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৪, ১০:১০:৫৭ অপরাহ্ন
লন্ডন অফিস: আকুয়া দেশি প্রবাসী সাদাকাহ জারিয়াহ ওয়ার্ল্ডওয়াইড হোয়াটসআপ গ্রুপের উদ্যোগে এক আলোচনা সভা বৃহস্পতিবার নর্থ লন্ডনের দি রাজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। গ্রুপ এডমিন শেখ ইসহাকের সভাপতিত্বে এবং গ্রুপ এডভাইজার জার্নালিস্ট নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অফ ক্যামডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলার নাজমা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, চ্যানেল এস-র প্রধান নির্বাহী কর্মকর্তা তাজ চৌধুরী, খালেদা চৌধুরী, শেখ কবির মিয়া, গ্রুপ ডাইরেক্টর জুনেদ আহমেদ, শরীফ আহমেদ, কিবরিয়া রহমান, ফারহানা রহমান, শাহিনা রহমান প্রমুখ।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ গ্রুপের কার্যক্রমের প্রশংসা করেন। গ্রুপের এডভাইজার নজরুল ইসলাম গ্রুপ পরিচালনার সাথে সংশ্লিষ্টদের স্বচ্ছতা, জবাবদিহিতা একাউন্টেবিলিটি ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বারোপ করার পরামর্শ দেন।
উল্লেখ্য, আকুয়া দেশি প্রবাসী সাদাকাহ জারিয়াহ ওয়ার্ল্ডওয়াইড হোয়াটসঅ্যাপ গ্রুপ ইতিমধ্যে মানবিক কাজের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। স্বল্প সময়ে এই সংগঠনটি মৌলভীবাজার জেলার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আয়োজকরা বলেন, আমরা এখন পর্যন্ত যে কাজ করেছি তা মানুষের কাছে সমাদৃত হয়েছে।