আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপিকে আল ইসলাহ ইউকের ইস্ট ডিভিশনের সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৪, ৩:৪২:১৪ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্য সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, সিলেট-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহাতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপির সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করেছে আনজুমানে আল ইসলাহ ইউকের ইস্ট ডিভিশন।
গত সোমবার লুটনের একটি হলে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও দ্বীনী সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
আনজুমানে আল ইসলাহ ইস্ট ডিভিশনের প্রেসিডেন্ট আলহাজ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, ভাইস প্রেসিডেন্ট মাওলানা ছাদ উদ্দীন সিদ্দীকী, হাফিয কয়েছুজ্জমান, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, লাতিফী হ্যান্ডস বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী, প্রফেসর মাসুদ আখতার হাজরাভী প্রমুখ।
আল ইসলাহ ইস্ট ডিভিশনের জেনারেল সেক্রেটারি মিযান খান ও আফতাব আহমদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক্সিকিউটিভ কাউন্সিলর সাঈদ আহমদ, আল ইসলাহ ইয়ূথ ফোরামের সিইও মাওলানা ইউসূফ আহমদ, মাওলানা আবদুল কুদ্দুছ, হাজী সিরাজ খান, হাজী মাসুক রব্বানী, হাজী আবুল হুসাইন, হাফিজ শামীম উ্দদীন, আখলাকুর রহমান চৌধুরী, শাহ কামরুজ্জামান প্রমুখ।
আরো পড়ুন
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নতুন ট্রাস্টি ফি রেকর্ড
সংবর্ধিত অতিথি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি তাঁর বক্তব্যে কমিউনিটি নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বৃহত্তর সিলেটসহ প্রবাসী বাংলাদেশীদের ন্যায্য দাবী-দাওয়া আদায়ে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
কারী শরীফ উদ্দীনের কুরআন তিলাওয়াত এবং মাওলানা সুলতান আহমদের নাশীদ পরিবেশনের মাধ্যমে সূচিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দু‘আ করা হয়।