প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর সঙ্গে যুক্তরাজ্য ছাত্রলীগের প্রাক্তন নেতাকর্মীদের মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৪, ৩:৪৯:২১ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্য বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন নেতা কর্মীদের আয়োজনে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় সভা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. শাহ ফারুক আহমদ। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বাছির।
বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার পরিকল্পিত নেতৃত্বে। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আরো পড়ুন
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নতুন ট্রাস্টি ফি রেকর্ড
সভায় আরও উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন— যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরী, আইনজীবি ও বিশিষ্ট রাজনীতিবিদ মনির হোসেন ভিপি, বিশিষ্ট রাজনীতিবিদ আফজাল হোসেন সিদ্দিক মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আনছারুল হক, আলিমুজ্জামান, আহবাব হোসেন, রবিন পাল, সাবেক ছাত্রনেতা আ স ম মিছবাহ, শিক্ষাবিদ আব্দুল ওয়াদুদ মুকুল, কাউন্সিলর ইকবাল হোসেন ভিপি, বাবুল হোসেন, ময়নুল হক, এড. মুজিবুর রহমান, আবু তারেক চৌধুরী সাজু, মোস্তফা কামাল মিলন, মামুন কবির চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, জলিল চৌধুরী, শিক্ষাবিদ আবু হোসেন, জামান চৌধুরী, আব্দুল হান্নান, আমিনুল হক জিলু, মোহাম্মদ শামীম আহমদ, বাবুল খান, মৌলানা মাহমুদ আলী লংলি, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, দিলু চৌধুরী, ওয়ারিছ আলী, বশির আহমদ, আব্দুর রহিম, মোহাম্মদ শাহজাহান, মুজাহিদ ইসলাম লিটন, মিয়াদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় এ সংগঠনের সাবেক সভাপতি মরহুম ডাক্তার ফয়জুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যে সকল ছাত্রলীগ নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।
তাছাড়া সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান নুরুল হোসেন চঞ্চলের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাঁকে মরন-উত্তর স্বাধীনতা পুরষ্কার প্রদানের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী করা হয়।
উল্লেখ্য, ইতিপূর্বে সরকারের নীতিমালা অনুসরণ করে ডাক্তার নুরুল হোসেন চঞ্চল স্মৃতি পরিষদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
সভায় মন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর হাতে আবেদনের যাবতীয় অনুলিপি স্মৃতি পরিষদের সভাপতি শাহ ফারুক আহমদ ও সম্পাদক আলীমুজ্জামানসহ সকল উপস্থিত নেতারা তুলে দেন। মন্ত্রী এ বিষয়ে যা করার আছে তা তিনি করবেন এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন।