দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৪, ৯:২৩:০১ অপরাহ্ন
আব্দুল হামিদ খান সুমেদ: বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা গত ৩০ এপ্রিল মঙ্গলবার ইস্ট লন্ডনের মনসুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক মোঃ কদর উদ্দিনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক মোঃ হাসিন উজ্জামান নূরু, কোষাধ্যক্ষ হাজী জাহির আলী, সহ কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস, মাহবুব আলী চুনু, হাজী খলিল উদ্দিন, মোঃ দৌলত হোসেন, হানিফ আহমদ খান, আবুল হোসেন মামুন ও নতুন ট্রাস্টি সালিক মিয়া।
সভায় উম্মুক্ত আলোচনার মাধ্যমে ৬ষ্ট বৃত্তি বিতরণের প্রতিবেদন অনুমোদন করে আগামী ২৫ জুন মঙ্গলবার দুপুর ২:০০ মিনিটে লন্ডনের মায়েদাগ্রিল রেস্টুরেন্টে ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুন ট্রাস্টি সংগ্রহের লক্ষ্যে এবং বার্ষিক সাধারণ সভা সফল করার লক্ষ্যে আগামী ৪ জুন মঙ্গলবার ২:০০ মিনিটে নেটওয়ার্কিং এবং কার্যনির্বাহী কমিটির সভা নর্থ ইউকের ওল্ডহাম শহরে আয়োজনের সিদ্ধান্ত হয়। এবং নতুন ট্রাস্টি করপাড়া গ্রামের কৃতিসন্তান আবুল কাহার এবং উজাইজুরি গ্রামের কৃতিসন্তান মোঃ সালিক মিয়ার ট্রাস্টিশিপ আবেদন অনুমোদন করা হয়।